দেশে ফিরে মিরপুরে অনুশীলন করলেন সাকিব

Shakib Al Hasan
ছবি: স্টার

এক সাক্ষাৎকারে ক্রিকেট বোর্ডের কার্যক্রমের সমালোচনা করে বিতর্কের মধ্যে দেশে ফেরা সাকিব আল হাসান নেমেছেন মাঠের অনুশীলনে। সোমবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বুধবার সকালে নিজের ৩৪তম জন্মদিনের দিন তাকে পাওয়া গেল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আইপিএলে সামনে রেখে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

দেশের খেলার সময় আইপিএল খেলা নিয়ে তৈরি বিতর্কে সাকিব আল হাসান সমালোচনা করেন ক্রিকেট বোর্ডের দুই পরিচালককে। তবে প্রশংসা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। বোর্ড প্রধান অবশ্য দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে সাকিবের এসব কথার কোন কারণ খুঁজে পাননি। সাকিবের টেস্ট খেলতে অনাগ্রহের কথা আবার জানান তিনি।

আরও পড়ুন- সাকিব তো টেস্ট খেলবে না বলে আমাকে আগেও চিঠি দিয়েছিল: বিসিবি সভাপতি

Shakib Al Hasan

এসব আলোচনার মধ্যে দেশে ফিরে মঙ্গলবার নিজ বাসায় বিশ্রামে ছিলেন সাকিব। বুধবার সকাল সাড়ে ৮টায় তিনি আসেন মিরপুরে। জিমে কিছুটা সময় কাটিয়ে সোজা চলে যান ইনডোরে।

সেখানকার পার্শ্ববর্তী অনুরশীল গ্রাউন্ডে থ্রোয়ারের সাহায্যে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। পরে তাকে স্পট বোলিংয়ের অনুশীলনও করতে দেখা যায়। সাকিবের এই অনুশীলন মূলত আইপিএলকে ঘিরে। এবার আইপিএলে সাকিবকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার আগের দল সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে ১১ এপ্রিল আছে নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। আইপিএল খেলতে কোয়ারেন্টিন বিধি মানতে ১ এপ্রিলেই ভারত যাবেন তিনি। 

shakib al hasan

সাকিবের আইপিএলের সময়টায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। আইপিএলের জন্য এই সিরিজ থেকে বিসিবির কাছ থেকে ছুটি নেন সাকিব। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, সাকিব এই সময়ে শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট খেলতে চায় না, সেই আইপিএল বেছে নিয়েছে। কাউকে আমরা জোর করে খেলাব না।।

Shakib Al Hasan

সাকিব অনলাইন গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আকরাম ভাই হয়ত আমার চিঠি পড়েই দেখেননি, আমি টেস্ট খেলতে চাই না বলিনি।’

প্রতিক্রিয়ায় আকরাম জানান, ‘চিঠিতে সাকিব বলেছে সে শ্রীলঙ্কায় যাবে না। তো সবাই জানে শ্রীলঙ্কায় আমরা টেস্ট খেলতে যাচ্ছি। সেখানে ওয়ানডে বা টি-টোয়েন্টি তো নেই।’

দেশে ফেরা সাকিবের সঙ্গে এখনো দেখা হয়নি কোন বোর্ড পরিচালকের। বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, সাকিব নিজে থেকে যোগাযোগ না করলে তার সঙ্গে কথা বলার আগ্রহ নেই তার।

Comments

The Daily Star  | English

First day of tariff talks ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

14m ago