করোনায় আক্রান্ত আমির খান
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আমির খানের এক মুখপাত্রের বরাত দিয়ে আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য নিশ্চিত করেছে।
আমির খানের মুখপাত্র বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর আমির খান সব নিয়ম মেনে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তিনি সুস্থ আছেন। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের সবার উচিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য পরীক্ষা করা। আপনাদের সবার শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’
আমির খান সম্প্রতি কিংবদন্তী অভিনেতা টম হ্যাংকস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ চলচ্চিত্রটির অফিশিয়াল হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন।
এ মাসের শুরুতে বলিউড অভিনেতা রণবীর কাপুর, কার্তিক আরিয়ান ও পরিচালক সঞ্জয় লীলা বানশালিও করোনায় আক্রান্ত হন।
Comments