৭১ এর গণহত্যা: আইসিএসএফের মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি

১৯৭১ এর গণহত্যার স্মরণে ও এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে প্রদীপ-মোমবাতি প্রজ্জ্বলনের ভার্চুয়াল কর্মসূচি নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ)।

১৯৭১ এর গণহত্যার স্মরণে ও এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে প্রদীপ-মোমবাতি প্রজ্জ্বলনের ভার্চুয়াল কর্মসূচি নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ)।

২৫ মার্চের প্রথম প্রহরে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর ছবি বা ভিডিও নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করে ভার্চুয়াল প্রদীপ-মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে কর্মসূচি নির্ধারণে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করেছে আইসিএসএফ। আইসিএসএফ এর ফেসবুক পেজে (https://www.facebook.com/icsforum/) এই আলোচনা সবার জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে তথ্যচিত্র 'Creed for Justice' প্রদর্শন করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করেছে আইসিএসএফ ও অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সমাজ।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ও কলামিস্ট ড. এজাজ মামুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য শিরিন আখতার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. নমিতা হালদার, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান, ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আইসিএসএফ এর ট্রাস্টি ড. আহমেদ জিয়াউদ্দিন ও ড. রায়হান রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ফ্যাকাল্টি সদস্য ড. মোহাম্মদ আলাউদ্দিন।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Intensified Israeli airstrikes on Gaza yesterday killed dozens on the eve of the first anniversary of its offensive in the besieged territory that has killed nearly 42,000 Palestinians and left the enclave in ruins.

8h ago