ইউরোতে খেলার স্বপ্ন দেখছেন ফাতি

ছবি: টুইটার

কি দারুণ ছন্দেই না চলতি মৌসুমের শুরুটা করেছিলেন বার্সেলোনার তরুণ তারকা আনসু ফাতি। মৌসুমের শুরুতে বার্সার প্রতিটি জয়েই ছিল সরাসরি অবদান। কিন্তু হঠাৎ অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে মৌসুমই শেষ হয়ে যায় তার। কবে ফিরবেন তাও অজানা। তবে পুনর্বাসন প্রক্রিয়া খুব ভালোভাবেই চলছে তার। যে কারণে আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন দেখছেন ১৮ বছর বয়সী এ তরুণ।

আগের দিনই এনএক্সজিএন অ্যাওয়ার্ড জিতেছেন ফাতি। বিশ্বের সেরা ৫০ জন তরুণ ফুটবলারদের মধ্যে শীর্ষে থেকে এ পুরস্কার জিতেন এ তরুণ। আর পুরস্কার হাতে নেওয়ার পর গোলকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউরোতে খেলার আশাবাদ প্রকাশ করেন ফাতি, 'আমি আশা করছি (ইউরোতে) খেলতে পারব, তবে এর আগে আমাকে ইনজুরি থেকে ফিরে আসতে হবে। আমি ঠিক জানি না ভবিষ্যতে কি হতে যাচ্ছে তবে প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা।'

তবে ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এমন কিছু নির্দিষ্ট করে বলতে পারেননি ফাতি। বার্সা কর্তৃপক্ষ অবশ্য বেশ কিছু দিন আগে জানিয়েছিল ভালোভাবেই চলছে ফাতির পুনর্বাসন প্রক্রিয়া। তবে তারাও নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। তবে এ সময়টায় কেবল হিসেবেই নয় নিজের ব্যক্তিগত গুণাবলীর উন্নতি করছেন বলে জানান ফাতি, 'ফেরার জন্য আমি এখনও কোনো লক্ষ্য নির্ধারণ করিনি। তবে প্রতিদিনই আমি উন্নতি করছি, একজন খেলোয়াড় হিসেবে এবং ব্যক্তি হিসেবে।'

গত নভেম্বরে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমে চোট পান ফাতি। ম্যাচের ৩১তম মিনিটে বেতিসের ডি-বক্সে আইসা মেন্দির ফাউলের শিকার হন ফাতি। এরপর হাঁটু ধরে বেশ কিছু সময় পড়ে থাকতে দেখা যায় তাকে। কিন্তু প্রাথমিক শুশ্রূষা নিয়ে খেলা চালিয়ে যান। কিন্তু দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি। প্রথমে চোট গুরুতর মনে না হলেও স্ক্যানের পর জানা যায় অস্ত্রোপচারই করাতে হবে তাকে। যে কারণে মৌসুমই শেষ হয়ে যায় তারা।

উল্লেখ্য, গত মৌসুমে অভিষেকেই নিজের ঝলক দেখিয়ে নিজের আগমনী বার্তা জানিয়ে দেন ফাতি। এ মৌসুমে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে নিয়মিতই খেলতে থাকেন। ইনজুরিতে পড়ার আগে ১০টি ম্যাচ খেলেছেন, যারমধ্যে সাতটি লা লিগায় ও তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। এ সময়ে ৫টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও ২টি গোল করিয়েছেন এ তরুণ।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

5h ago