আগামীতেও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা জুনে বলা হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ আগামী অর্থ বছরেও থাকবে কিনা তা জুনে বাজেট সংসদে উপস্থাপনের সময় বলা হবে।
mustafa_kamal
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ আগামী অর্থ বছরেও থাকবে কিনা তা জুনে বাজেট সংসদে উপস্থাপনের সময় বলা হবে।

আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বাজেটে যে জায়গাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কিনা, তা এই মুহূর্তে বলা যাবে না। জুনে সংসদে বাজেট দেওয়ার সময় জানবেন।’

কালো টাকা সাদা করার সুযোগ এখন যেভাবে আছে সেভাবে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শেয়ার বাজার, ব্যাংক আমানতে, নগদ টাকা, ফ্লাট ক্রয়সহ সকল ক্ষেত্রে বিনা প্রশ্নে ১০ শতাংশ কর দিয়ে এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থবছরের প্রথম ছয় মাসে ১০ হাজার কোটি টাকা সাদা হয়েছে। করোনার ধাক্কার মধ্যেও ঢাকায় প্রায় সব রেডি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে।

দেশের শীর্ষস্হানীয় অর্থনীতিবিদরা এই সুযোগ আর না বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন:

কালো টাকা সাদা, বিক্রি হয়ে গেছে প্রায় সব রেডি ফ্ল্যাট

Comments

The Daily Star  | English
gold prices fall

Gold hits all-time high of Tk 109,000 a bhori

The new price will be effective from November 30

57m ago