মাস্ক পরায় ফুল ও চকলেটের শুভেচ্ছা, না পরায় ১১০ জনকে জরিমানা
নারায়ণগঞ্জে মাস্ক না পরায় ১১০ জনকে ২১ হাজার ১৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে মাস্ক পরিহিত সচেতন ব্যক্তিদের রজনীগন্ধা ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আজ বুধবার সকাল শিবু মার্কেট, জালকুড়ি, চাষাঢ়া মোড়, মদনপুর, দ্বিগুবাবু বাজার, গণপরিবহন, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার ও বিভিন্ন বাজারে এসব অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল থেকে বিকেল পর্যন্ত শিবু মার্কেট, জালকুড়ি, চাষাঢ়া মোড়, মদনপুর, দ্বিগুবাবু বাজার গণপরিবহন, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার এবং বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিহিত সচেতন ব্যক্তিদের রজনীগন্ধা ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।’
‘এ ছাড়া মাস্ক না পরা ১১০ ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা এবং একইসঙ্গে মোট ২১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়,’ এতে বলা হয়।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হচ্ছে। যার ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।
‘করোনা সংক্রমণ প্রতিহত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,’ তিনি আরও বলেন।
Comments