টিকা নিতে ঢাবি শিক্ষার্থীদের ৩১ মার্চের মধ্যে নিবন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের করোনা টিকা নিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আগামী ৩১ মার্চের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনা টিকা নিতে জরুরি ভিত্তিতে তালিকা করতে ৩১ মার্চের মধ্যে ঢাবির সব শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।
ঢাবির যেসব শিক্ষার্থী ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের দেওয়া ইমেইল আইডি পেয়েছে তারা ওই অ্যাকাউন্টে লগইন করেও করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
যেসব শিক্ষার্থী এখনো বিশ্ববিদ্যালয়ের ইমেইল অ্যাকাউন্ট সংগ্রহ করেননি, তাদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব তথ্য ওয়েব পোর্টালে গিয়ে দিতে হবে। পরে শিক্ষার্থীদের দেওয়া তথ্য তাদের নিজ বিভাগ বা ইনস্টিটিউটে যাচাইয়ের জন্য পাঠানো হবে।
প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট সংগ্রহের জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ বা ইনস্টিটিউটের ইমেইল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্ততে।
Comments