সংশোধন সাপেক্ষে ছাড়পত্র পেল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

অবশেষে ছাড়পত্র পেয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সেন্সর বোর্ড ছাড়পত্র স্থগিত করায় আটকে যাওয়া সিনেমাটি কিছু অংশ সংশোধন সাপেক্ষে চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে।
আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতার রজতজয়ন্তীতে মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমাটি এখন মুক্তি পাবে আগামী ২ এপ্রিল।
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তির নতুন তারিখ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া।
সেলিম খান পরিচালিত এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শামীম আহমেদ রনী।
ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।
আরও পড়ুন:
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার সেন্সর ছাড়পত্র স্থগিত
Comments