আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়ে আসবেন ১২ লাখ ডোজ ভ্যাকসিন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের জন্যে তিনি উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে আসবেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম।
তিনি বলেন, ‘সরকারিভাবে এই ১২ লাখ ডোজ সম্পর্কে আমাদের অবহিত করা হয়েছে।’
আজ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, ভারতে করোনার সংত্রমণ বেড়ে যাওয়ায় শিগগির তাদের অভ্যন্তরীণ চাহিদা বাড়ার সম্ভাবনা থাকায় তারা ভ্যাকসিন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ, নিজস্ব জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের ভ্যাকসিন প্রয়োজন।
এ বিষয়ে অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা আমাদের দেশেও প্রভাব ফেলবে। আমরা এখন প্রথম ডোজ দেওয়া বন্ধ রেখে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে পারি।’
তিনি আরও জানান, ভ্যাকসিন সরবরাহকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সরকারকে এ বিষয়ে কিছু জানায়নি।
এ বিষয়ে বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা ডেইলি স্টারকে বলেন, ‘ভ্যাকসিন শিপমেন্টের বিষয়ে শেয়ার করার মতো কোনো আপডেট আমাদের কাছে নেই।’
আরও পড়ুন:
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সাময়িকভাবে রপ্তানি বন্ধ করেছে ভারত
করোনার টিকা: বিদেশিদের নিবন্ধন শুরু ১৭ মার্চ
গতি হারিয়েছে করোনা টিকাদান কর্মসূচি
সেরাম থেকে আরও ৪ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ: রয়টার্স
মাসের শেষ দিকে কোভ্যাক্সের ১.৩১ লাখ ডোজ ভ্যাকসিন পাব: স্বাস্থ্য সচিব
ঢাকায় পৌঁছাল ৫০ লাখ ডোজ ভ্যাকসিন
দ্বিতীয় চালানে দেশে এলো ২০ লাখ ডোজ ভ্যাকসিন
বাংলাদেশে বেসরকারিভাবে বিক্রির ভ্যাকসিন দিতে দেরি করছে সেরাম: রয়টার্স
বেসরকারিভাবেও ভ্যাকসিন বিক্রি করবে বেক্সিমকো: রয়টার্স
ভারতের চেয়ে ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন কিনবে বাংলাদেশ: রয়টার্স
ভ্যাকসিন নিয়ে দ্বিধা ও বিতর্ক কেন?
অক্সফোর্ড ভ্যাকসিনের কারণে রক্ত জমাট বাঁধা এবং আমাদের যত ভ্রান্তি!
অক্সফোর্ড ভ্যাকসিন কতটা সুরক্ষা নিশ্চিত করে?
ভ্যাকসিন নিলেও করোনায় আক্রান্তের সম্ভাবনা থাকে?
ভারতে করোনার নতুন স্ট্রেইন, বাংলাদেশে সতর্কতা জরুরি
৪ সপ্তাহের পার্থক্যে দ্বিতীয় ডোজে ভ্যাকসিনের কার্যকারিতা ৫৩ শতাংশ, ১২ সপ্তাহে ৮৩ শতাংশ
ভ্যাকসিন নেওয়া এবং না নেওয়া, মানুষ চিহ্নিত হবে দুই দলে
করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয় না বাংলাদেশের পিসিআর পরীক্ষায়
মত-দ্বিমত ‘করোনাভাইরাসে দ্বিতীয়বার আক্রান্তের সম্ভাবনা নেই?’
ভ্যাকসিন কবে পাব এবং অক্সফোর্ড ভ্যাকসিনের ‘ভুল ডোজ’র আশাবাদ
যুক্তরাজ্যের স্ট্রেইন দেশে শনাক্ত: ‘দেরিতে জানিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারছি’
করোনার নতুন স্ট্রেইন: করছি কী, করণীয় কী
করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে ভ্যাকসিনের কার্যকারিতা ‘কিছুটা কমতে পারে’
Comments