শহিদুলের অলরাউন্ড নৈপুণ্যে জিতল ঢাকা মেট্রো
মূল কাজটা বোলিং হলেও আগের দিন দারুণ এক সেঞ্চুরি তুলে বরিশাল বিভাগকে বড় চাপে ফেলে দিয়েছিলেন শহিদুল ইসলাম। এরপর বল হাতেও তোপ দাগান। তাতে ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। দারুণ জয়ে জাতীয় লিগে শুভ সূচনা করল ঢাকা মেট্রো।
বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। বরিশালের দেওয়া ৩৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় তারা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪১৩ রান করে দলটি। বরিশাল তাদের দুই ইনিংসে করে ২৪১ ও ২০৮ রান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বরিশাল আগের দিনই ১৭৭ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। শেষ তিন উইকেটে এদিন ভালো কিছুর লক্ষ্যে মাঠে নেমেছিল দলটি। কিন্তু এদিন স্কোরবোর্ডে আর ৭ রান যোগ করতে অধিনায়ক ফজলে মাহমুদকে হারিয়ে ফেলে তারা। পরে ৬ রান যোগ করে ফিরে যান মনির হোসেনও।
দশম উইকেটে কামরুল ইসলাম রাব্বির সঙ্গে তানভির ইসলামের জুটিতে ১৮ রান আসে। কিন্তু তাতে কেবল ৩৬ রানের লিড পায় বরিশাল।
আর সে লক্ষ্য তাড়ায় ঢাকা মেট্রোর দুটি উইকেট তুলে নেন স্পিনার তানভির ইসলাম। আনিসুল ইসলাম ও শামসুর রহমানকে তুলে নেন তিনি। তবে জাহিদুজ্জামান ও মার্শাল আইয়ুবের ব্যাটে সহজেই জয় তুলে নেয় ঢাকা মেট্রো।
অসাধারণ একটি সেঞ্চুরির (১০৬) সঙ্গে দুই ইনিংস মিলিয়ে বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন শহিদুল।
Comments