রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় নিহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাসের নিচে চাপা পড়ে আমিনুল হক ভূঁইয়া (৬৪) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই ঘটনা ঘটে।
নিহত আমিনুল হক ভূঁইয়া উপজেলার আধুরিয়া এলাকার মিয়াজানের ছেলে। একই সঙ্গে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানাধীন ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসঅই) উত্তম দাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমিনুল হক ভূঁইয়া ভুলতা বাজার থেকে মিষ্টি কিনে রিকশায় বাসায় যাচ্ছিলেন। এসময় পিছন থেকে একটি বাস রিকশাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে তাকে চাপা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। তবে, রিকশা চালক সুস্থ আছেন। স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’
Comments