জাতীয় লিগের ম্যাচ চলাকালীন করোনায় আক্রান্ত পেসার ইবাদত
খুলনায় জাতীয় লিগের ম্যাচের প্রথম তিনদিনই মাঠে ছিলেন সিলেটের পেসার ইবাদত হোসেন। চতুর্থ দিন ও শেষ দিনে জানা গেল তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এর আগে প্রথম দিনের খেলা শুরুর পর রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েল করোনায় আক্রান্ত বলে জানা যায়।
খুলনায় প্রথম স্তরের ম্যাচে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। এদিন মাঠে আসা হয়নি ইবাদতের। তার বদলি হিসেবে সিলেটের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ও বোলিং করেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা। ম্যাচ রেফারি রকিবুল হাসান এই খবর নিশ্চিত করেছেন।
ম্যাচের তৃতীয় দিনেও বল করতে দেখা গেছে ইবাদতকে। এদিন সন্ধ্যায় হোটেলে ফিরে জ্বরে পড়েন ইবাদত। তখন থেকেই রুমে আইসোলেটেড করা ফেলা হয় বাংলাদেশ টেস্ট দলের পেসারকে। তাৎক্ষণিকভাবে নমুনা সংগ্রহ করা হয় ইবাদতের। কোভিড-১৯ পরীক্ষার পর বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিন দুপুরে জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ইবাদত।
Comments