পাঁচ বছর পর ফিরেই নায়ক ইব্রা

ছবি: সংগৃহীত

বুট জোড়া তুলে রেখেছিলেন সেই ২০১৬ সালে। এরপর অবসর ভেঙে কয়েকবারই ফেরার ইচ্ছা প্রকাশ করলেও ফেরা হয়নি। তবে অবশেষে সুইডেন জাতীয় দলে ফিরলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। আর ফেরার ম্যাচেই জয়ের নায়ক ৩৯ বছর বয়সী এ তারকা। ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে তার নৈপুণ্যেই জয় পায় সুইডিশরা।

'বি' গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার ফ্রেন্ডস অ্যারেনায় জর্জিয়াকে ১-০ গোলে হারিয়েছে সুইডেন। ম্যাচের একমাত্র গোলটি করেন ভিক্টর ক্লায়েসন। আর এ গোলটি তৈরি করে দিয়েছেন ইব্রাহিমোভিচ। এই গ্রুপের অপর ম্যাচে শক্তিশালী স্পেনকে রুখে দিয়েছে গ্রিস।

ম্যাচের ৩৫তম মিনিটে এক সতীর্থের পাস অসাধারণ দক্ষতায় বুক দিয়ে ধরে আলতো টোকায় ফাঁকায় থাকা ক্লায়েসেনকে দেন ইব্রা। প্রথম চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় দফায় শট নিয়ে বল জালে পাঠান ক্রান্সনোদারের এ ফরোয়ার্ড।

অবশ্য ২৫তম মিনিটেই এগিয়ে যেতে পারতো সুইডেন। আলেকজান্ডার ইসাকের শট দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন জর্জিয়া গোলরক্ষক ক্রিস্তোফার নর্দফেলদত।

২৯তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েছিলেন ইব্রা। তবে গোলপোস্টের অনেক উপর দিয়ে তা লক্ষ্যভ্রষ্ট হয়। সুযোগ ছিল ৩৮তম মিনিটেও। সেবারও বাইরে মারেন এ এসি মিলান তারকা।

দ্বিতীয়ার্ধের ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো সুযোগ পেয়েছিলেন ইসাক। কিন্তু এবারও তাকে হতাশ করেন গোলরক্ষক নর্দফেলদত।

দুই মিনিট পর সমতায় ফিরতে পারতো জর্জিয়া। এ যাত্রায় সুইডিশদের বাঁচান গোলরক্ষক জিয়র্জি লরিয়া। দিয়ান কুলুসেভস্কির কাছ থেকে বল পেয়ে দারুণ এক শট নিয়েছিলেন জর্জিয়ার লেভান শেনগেলিয়া। কিন্তু ঝাঁপিয়ে অবিশ্বাস্য দক্ষতায় তা ঠেকিয়ে দেন গোলরক্ষক।

'বি' গ্রুপের অপর ম্যাচে গ্রিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন স্পেন। গ্রানাদায় পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় পয়েন্ট খোয়াতে হয় ২০১০ বিশ্বকাপ জয়ী দলটিকে।

ম্যাচের ৩৩তম মিনিটে স্পেনকে এগিয়ে দিয়েছিলেন আলভারো মোরাতা। কোকের নিখুঁত পাস ডি-বক্সে ফাঁকায় থাকা এ ফরোয়ার্ড বুক দিয়ে নামিয়ে দারুণ শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান।

তবে ৫৬তম মিনিটে সমতায় ফেরে গ্রিস। ডি-বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে কার্লোস জেকাকে ফাউল করেন স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর সফল স্পট কিকে সমতা টানেন বাকাসেতাস।

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

1h ago