মহামারির পর প্রথম বিদেশ সফরকে ঘিরে টুইটে উচ্ছ্বাস মোদির
করোনাভাইরাস মহামারির পরে প্রথম বিদেশ সফরকে ঘিরে টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আনন্দিত যে, কোভিড মহামারির পরে আমার প্রথম সফর বন্ধুপ্রতীম প্রতিবেশী বাংলাদেশে, যার সঙ্গে ভারতের সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে এবং মানুষে-মানুষে যোগাযোগ আছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নেওয়ার প্রত্যাশায় আছি। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দেখার অপেক্ষায় আছি। বঙ্গবন্ধু ছিলেন গত শতাব্দীর অন্যতম মহান নেতা, যার জীবন ও আদর্শ কয়েক লাখ মানুষকে অনুপ্রাণিত করে।’
মোদি বলেন, ‘আমি ৫১টি শক্তি পীঠের মধ্যে অন্যতম যশোরেশ্বরী কালী মন্দিরে দেবী কালীকে পূজা করার অপেক্ষায় আছি।’
তিনি আরও বলেন, ‘আমার এই সফর কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের অধীনে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রগতির প্রশংসা জানানোর জন্যে নয়। বরং এই অর্জনগুলোর জন্য ভারত অবিচ্ছিন্ন সমর্থনের প্রতিশ্রুতিও জানাবে। আমি কোভিড-১৯ এর বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের পক্ষে ভারতের সমর্থন ও সংহতিও জানাব।’
আজ দ্য ডেইলি স্টারে প্রকাশিত বঙ্গবন্ধুকে নিয়ে নরেন্দ্র মোদির লেখা বিশেষ অপ-এড প্রকাশিত হয়েছে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দূরদর্শিতার বিভিন্ন দিক নিয়ে লেখা ওই অপ-এডের লিংকও টুইটে শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন:
Comments