দেশের ৩৫ হলে মুক্তি পেল ‘স্ফুলিঙ্গ’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত সিনেমা ‘স্ফুলিঙ্গ’। সিনেমাটি দেশের ৩৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।
তৌকীর আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একটি বিশেষ দিনে সিনেমাটি মুক্তি পেল। এজন্য পরিচালক হিসেবে সিনেমাটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতার ৫০ বছর, সেই দিনে মুক্তি পাওয়া অবশ্যই বড় ব্যাপার।’
‘করোনার সময়ে সিনেমাটি মুক্তি পেল। তারপরও সিনেমা তো বানাতে হবে। সিনেমা কার জন্য বানানো? দর্শকদের জন্যই তো। স্বাস্থ্যবিধি মেনেই যেন দর্শকরা হলমুখী হন, সেই প্রত্যাশা করছি। এটি আসলে তারুণ্যের গল্প। ব্যান্ডদলের গল্প। দেশ প্রেমের গল্প। একইসঙ্গে মুক্তিযুদ্ধেরও সিনেমা এটি’, বলেন তিনি।
‘স্ফুলিঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন পরিমনি, জাকিয়া বারী মম, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহিদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মওলা প্রমুখ।
আবুল হায়াত ডেইলি স্টারকে বলেন, ‘স্ফুলিঙ্গ সবার দেখা উচিত। করোনাকাল চলছে। তাই স্বাস্থ্যবিধি মেনেই দেখা উচিত।’
পরীমনি ডেইলি স্টারকে বলেন, ‘তৌকীর আহমেদ মানেই ভিন্ন গল্প, ভিন্ন কিছু। আমিও সেখানে নতুনভাবে উপস্থিত হয়েছি। দর্শকদের বলব, সিনেমাটি দেখুন। ভালো লাগবেই।’
জাকিয়া বারী মম ডেইলি স্টারকে বলেন, ‘নতুন সিনেমা মুক্তি পাওয়া মানেই শিল্পী হিসেবে এক ধরনের উওেজনা ও ভালো লাগা কাজ করে। সবচেয়ে ভালো লাগছে স্বাধীনতার ৫০ বছর উদযাপনের দিন এটি মুক্তি পেল।’
Comments