সেই বাসচালক গ্রেপ্তার
রাজশাহীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি বাসচালক আব্দুর রহিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে বেলপুকুর থানার মাহিন্দ্রা বাইপাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস। তিনি জানান, বিশেষ অভিযান চালিয়ে রহিমকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ।
এর আগে, গতকাল দুপুর ২টার দিকে রাজশাহীর কাটাখালী থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে গতকাল রাতে পুলিশ বাদী হয়ে বাসচালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে।
আরও পড়ুন:
Comments