হরতালে বাধা দিলে কঠোর আন্দোলনের হুমকি হেফাজতের

হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মামুনুল হক হুমকি দিয়েছেন, আগামীকাল সারাদেশে ডাকা হরতালে সরকার বাধা দিলে কঠোর আন্দোলন করা হবে।
Hefajot.jpg
বায়তুল মোকাররম মসজিদের সামনে হেফাজতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ। ছবি: মুনতাকিম সাদ

হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মামুনুল হক হুমকি দিয়েছেন, আগামীকাল সারাদেশে ডাকা হরতালে সরকার বাধা দিলে কঠোর আন্দোলন করা হবে।

মামুনুল হক বলেছেন, ‘গতকালের বিক্ষোভে হেফাজতের কর্মীদের হত্যা করে সরকার বাংলাদেশের স্বাধীনতা দিবসে দাগ দিয়েছে।’

আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ‘হেফাজত কর্মীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। সরকারকে অবশ্যই তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।’

আগামীকাল হেফাজত কর্মীদের হরতাল পালনের আহ্বান জানিয়েছেন মামুনুল হক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গতকাল হেফাজতে ইসলামের ব্যানারে তিন হাজারেরও বেশি কর্মী বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন এবং ঢাকা, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ায় তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় পুলিশ।

সেসময় মামুনুল হক পুলিশকে কোনো রাজনৈতিক দলের সেবা না করে জনগণের সুরক্ষক হিসেবে কাজ করার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করেছে।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদেরও ওই এলাকায় টহল দিতে দেখা গেছে।

আরও পড়ুন:

ইট-সিমেন্টের দেয়াল তুলে মাদ্রাসাছাত্রদের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

হাটহাজারীতে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি

হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষ, নিহত ৪

বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ: ঢামেকে চিকিৎসা নিয়েছেন ১৪৮ জন

বায়তুল মোকাররম এলাকায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, ডেইলি স্টারের ২ ফটোসাংবাদিকসহ আহত অন্তত ৬০

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago