নেপাল ও ভুটানে যেতে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে বড় পরিসরে ঢুকতে চায় বাংলাদেশ। এজন্য বাংলাদেশ নতুন কিছু রুট অনুমোদনের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানিয়েছেন।
বৈঠকের পর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে নেপালে পণ্য পরিবহনের ক্ষেত্রে দূরত্ব, সময় ও খরচ অনেকটাই কমবে এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়বে। নতুন উদ্বোধন হওয়া ‘চিলাহাটি-হলদিবাড়ী রেল রুট’ ব্যবহার করে ভুটানের সঙ্গে বাংলাদেশের রেল কানেক্টিভিটি স্থাপনের বিষয়ে ঢাকার আগ্রহের কথা ভারতকে জানানো হয়েছে।
Comments