করোনায় মারা গেছেন ডা. আব্দুল হান্নান
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর স্বনামধন্য চিকিৎসক ডা. আব্দুল হান্নান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
তিনি গতকাল শনিবার রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন আইসিইউয়ের ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল।
ডা. আবু হেনা মোস্তফা কামাল আরও জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দৃল হান্নান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে গত মঙ্গলবার আইসিইউয়ে ভর্তি করা হয়েছিল।
অবস্থার অবনতি হলে গত শুক্রবার ডা. আব্দৃল হান্নানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
Comments