সুয়েজ খালে বিশাল জাহাজ আটকে পড়ার ৬ দিন, ৩০০ নৌযানের জট
ছয় দিন ধরে সুয়েজ খালে আটকে আছে বিশাল আকারের পণ্যবাহী জাহাজ। বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুটে গত মঙ্গলবার জাহাজটি আটকে যাওয়ার পর গোটা জলপথে অন্তত ৩০০ নৌযানের জট তৈরি হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার ভরা জোয়ারের সময়েও এমভি এভারগ্রিন নামের জাহাজটি সরানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। কিছু জাহাজ বিকল্প পথে আফ্রিকা হয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
সুয়েজ খাল কর্তৃপক্ষ জানায়, জাহাজটিকে সরানোর ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে। রোববার সন্ধ্যার মধ্যেই জাহাজটিকে ভাসিয়ে নেওয়া যাবে।
জাহাজটিকে সরাতে গতকাল প্রায় ২০ হাজার টন বালু সরানো হয়েছে। ১৪টি টাগবোট বালুচর থেকে এভারগ্রিনকে সরানোর চেষ্টা করে।
তবে শক্তিশালী স্রোত ও বাতাসের কারণে উদ্ধার চেষ্টা বাধাগ্রস্ত হয়। টাগবোটগুলো জাহাজটিকে দুদিকে ৩০ ডিগ্রি সরাতে পেরেছে।
সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান জেনারেল ওসামা রাবি জানান, জাহাজের নিচে পানির স্রোত বইতে শুরু করেছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আশা করছি জাহাজটি যেখানে আছে, সেখান থেকে যেকোনো সময় নড়তে শুরু করতে পারে।’
১৮ হাজার ৩০০ কনটেইনার বোঝাই জাহাজটিকে হালকা করতে কোনো কনটেইনার নামানো দরকার হবে না বলে আশা করছেন তিনি।
ওসামা রাবি জানান, জাহাজটিকে নাড়াতে টাগবোটগুলোর চেষ্টা ব্যর্থ হলে জাহাজ থেকে কিছু কনটেইনার নামাতে হতে পারে।
মোট বিশ্ববাণিজ্যের ১২ শতাংশ পর্যন্ত পণ্য পরিবহণ হয়ে থাকে সুয়েজ খাল দিয়ে।
আরও পড়ুন: বড় জাহাজ আটকে বন্ধ সুয়েজ খাল
Comments