ইন্দোনেশিয়ায় গির্জার বাইরে বোমা বিস্ফোরণ, আহত ১৪

ইন্দোনেশিয়ার মাকাসার শহরের একটি ক্যাথলিক গির্জার বাইরে বোমা বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, আজ রোববার সুলায়েশির বৃহত্তম শহর মাকাসারে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সপ্তাহের প্রথম দিনে গির্জার বাইরে হামলার ঘটনা ঘটে। এটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গির্জার ভেতরে প্রার্থনা চলছিল। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি হামলাকারীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গির্জার পুরোহিত ফাদার উইলহেমাস তুলাক ইন্দোনেশিয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী একটি মোটরবাইক নিয়ে গির্জার ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল। তখন তাকে এক নিরাপত্তা প্রহরী থামিয়ে দেয়।
সিসি ক্যামেরার ফুটেজে বিস্ফোরণের চিত্র দেখা গেছে। হামলাকারীর পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।
এ ঘটনায় ইসলামিক স্টেটের আদর্শে বিশ্বাসী জামাহ আনসারুদ দৌলার (জেএডি) সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ২০১৮ সালে জেএডি গির্জা ও পুলিশ পোস্টে আত্মঘাতী হামলা চালিয়ে ৩০ জনেরও বেশি মানুষকে হত্যা করে।
Comments