ভারতে সাড়ে ৫ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৬৮০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৮ হাজার ২০ জন শনাক্ত হয়েছেন। যা গত ১৬৮ দিনের মধ্যে সর্বোচ্চ।
ভারতে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি: এএফপি

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৮ হাজার ২০ জন শনাক্ত হয়েছেন। যা গত ১৬৮ দিনের মধ্যে সর্বোচ্চ।

আজ সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৯১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬১ হাজার ৮৪৩ জনে।

ভারতের ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৪৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৯৯৩ জন।

ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র, পাঞ্জাব ও গোয়াতে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে।

গত রোববার মহারাষ্ট্রে রেকর্ড পরিমাণ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত তিন দিনে এই রাজ্যে এক লাখ ১৩ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে এবং একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৪০ হাজার ৪১৪ জন।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank's steps to build up forex reserves

No limit on cash withdrawals from tomorrow

Bangladesh Bank (BB) has lifted a limit on cash withdrawals from banks in view of overall improvements in law and order.

2h ago