ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি
ব্রাহ্মণবাড়িয়া শহর জুড়ে গতকাল রোববার দিনভর হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবলীলার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে এসে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিবে।’
প্রতিটি ঘটনার জন্যই মামলা দায়ের করা হবে বলে যোগ করেন তিনি।
ডিআইজি আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, পৌরসভা, পৌর মিলনায়তনসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
হেফাজতে ইসলামের তাণ্ডবের ২৪ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া শহরে অনেকটা স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি বেড়েছে, ক্ষতিগ্রস্ত স্থানগুলো দেখতে ভিড় করছেন অনেকেই।
আরও পড়ুন:
১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রেল যোগাযোগ স্বাভাবিক
গ্যাস নেই ব্রাহ্মণবাড়িয়া শহরে, দুর্ভোগ সীমাহীন
ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, রেলস্টেশন ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় মামলা ৩, আসামি ৬৫০০
ময়নাতদন্ত ছাড়াই দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিহত আশিকের
সরাইলে ফাঁড়িতে হামলা, ১৫ পুলিশ সদস্য আহত
ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানা ও পুলিশ লাইনে হামলা, গুলিতে নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিস, গণগ্রন্থাগার, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন
ব্রাহ্মণবাড়িয়া: নিহত বেড়ে ৬ হেফাজতের হরতালে দোকান ও যান চলাচল বন্ধ
উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, নইলে কঠোর অবস্থান নেবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিকেড: ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী ট্রেন চলাচল বন্ধ
Comments