সরানো হলো সুয়েজ খাল আটকে থাকা ‘এভার গিভেন’
সুয়েজ খালে আটকে পড়া পণ্যবাহী জাহাজ এভার গিভেন সরানোর ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, প্রায় এক সপ্তাহ ধরে আটকে পড়া জাহাজটিকে আজই ভাসানোর জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
পণ্যবাহী জাহাজ এভার গিভেন গত ২৩ মার্চ সুয়েজ খালে আটকা পড়ে বিশ্বের অন্যতম ব্যস্ততম এই বাণিজ্য রুটকে অবরুদ্ধ করে ফেলে। লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার সময় দুই লাখ টনের এই জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়।
খাল কর্তৃপক্ষ ও ডাচ উদ্ধারকারী সংস্থা স্মিত সালভেজ টাগবোট দিয়ে টেনে জাহাজটির খালের পাড়ের আটকে যাওয়া অংশ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি ড্রেজার দিয়ে খালের তীরের অংশে ও জাহাজের নিচ থেকে মাটি, বালু ও কাদা কেটে জাহাজটিকে বের করার চেষ্টা করা হচ্ছে।
আটকে পড়ার পর জাহাজের অগ্রভাগ তীর থেকে মাত্র চার মিটার দূরে ছিল এবং বর্তমানে এটিকে ১০২ মিটার দূরে নেওয়া হয়েছে বলে সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে জোয়ার এলেই আবার জাহাজটিকে উদ্ধারের কাজ শুরু হবে বলে কর্তৃপক্ষ জানায়।
সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, 'আজ দুপুরের মধ্যেই জাহাজ চলাচল আবার শুরু হবে। আমরা এক সেকেন্ড সময়ও নষ্ট করব না'
এখন পর্যন্ত অন্তত ৩৬৭টি জাহাজ সুয়েজ খাল পাড়ি দেওয়ার অপেক্ষায় আছে। কর্মকর্তারা জানান, জাহাজের এই জট নিরসন হতে তিন দিনের বেশি লাগতে পারে।
আরও পড়ুন-
Comments