বিয়ে করেছেন ওমর সানী-মৌসুমীর ছেলে

সাদিয়া রহমান আয়েশা ও ফারদীন এহসান স্বাধীন। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন।

গত শুক্রবার সাদিয়া রহমান আয়েশার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে স্বাধীনের।

সাদিয়া রহমান আয়েশা ও ফারদীন এহসান স্বাধীন। ছবি: সংগৃহীত

ছেলের বিয়ের বিষয়টি দ্য ডেইলি স্টার ওমর সানী বলেন, ‘গত ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আমরা বউ নিয়ে বাসায় এসেছি। তাদের সুখী জীবনের জন্য দোয়া করবেন।’

সাদিয়া রহমান আয়েশা কানাডা প্রবাসী বাংলাদেশি। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। পড়াশোনা আর বেড়ে ওঠা কানাডায়। কয়েক মাস আগে দুজনের পরিচয়, বন্ধুত্ব এবং তারপর দুই পরিবারের আলোচনায় বিয়ে সম্পন্ন হয়েছে।

Comments