টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, মুশফিক এবারও নেই, ফিরলেন তাসকিন
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মেঘলা আকাশে রাতের ম্যাচে পরে ব্যাট করাই আদর্শ মনে করেছেন তিনি।
দ্বিতীয় ম্যাচেও একাদশে নেই চোটে পড়া মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে তুমুল মার খাওয়া পেসার মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন, তার জায়গা নিয়েছেন ওয়ানডে সিরিজে দারুণ বল করা তাসকিন আহমেদ।
একাদশে একটা পরিবর্তন এনেছে নিউজিল্যান্ডও। পেসার লুকি ফার্গুসেনকে বিশ্রাম দিয়ে সুযোগ দিয়েছে অ্যাডাম মিলনেকে।
প্রথম ম্যাচে ৬৬ রানে জিতে এরমধ্যেই তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। সিরিজের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে তাই জেতার বিকল্প নেই বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
Comments