বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া কাল থেকে কার্যকর: সেতুমন্ত্রী
বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আগামীকাল থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার নিজ বাসভবনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ।
সেতুমন্ত্রী বলেন, ‘বাসগুলোতে অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।’
‘একটা নির্দিষ্ট সময়ের জন্যে এই বর্ধিত ভাড়া কার্যকর থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের মতো ভাড়া নিতে হবে’, যোগ করেন তিনি।
আরও পড়ুন:
Comments