মিয়ানমারে অভিনব প্রতিবাদ ‘আবর্জনা ধর্মঘট’

মিয়ানমারের রাজধানীতে এক অভিনব পন্থায় সেনাশাসকদের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। তারা ‘আবর্জনা ধর্মঘট’ পালন করছেন।
‘আবর্জনা ধর্মঘট’ শুরু করায় মিয়ানমারের শহরের রাস্তাগুলোতে ময়লার স্তূপ জমে গেছে। ছবি: টুইটার থেকে নেওয়া

মিয়ানমারের রাজধানীতে এক অভিনব পন্থায় সেনাশাসকদের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। তারা ‘আবর্জনা ধর্মঘট’ পালন করছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিনব আন্দোলনে শহরের রাস্তাগুলোতে ময়লার স্তূপ জমে গেছে।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চি’র নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে অন্তত ৫০০ আন্দোলনকারী সামরিক সরকারের গুলিতে নিহত হয়েছেন।

আন্দোলনকারীদের প্রতিবাদ জানানো নতুন এই কৌশলকে ‘সভ্য অবাধ্যতা’ ক্যাম্পেইন বলা হচ্ছে। তারা সবাইকে আহ্বান জানাচ্ছেন সব বড় রাস্তার মোড়ে আবর্জনা ফেলে রাখতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টারে লেখা রয়েছে, ‘এই আবর্জনা ধর্মঘটের উদ্দেশ্য সেনাশাসনের বিরোধিতা করা। এতে সবাই অংশ নিতে পারবেন।’

ইয়াঙ্গুনের বেশকিছু জায়গায় সরকারের পক্ষ থেকে লাউডস্পিকারের মাধ্যমে বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে সঠিক ভাবে আবর্জনা ফেলতে। কিন্তু সবাই এই নির্দেশ অমান্য করছেন।

গত সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর গ্রেনেড লঞ্চার দিয়ে হামলা চালিয়েছেন। তবে, রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে যে নিরাপত্তা বাহিনী রায়ট নিয়ন্ত্রণে ব্যবহৃত অস্ত্রের মাধ্যমে এক দল উগ্র সন্ত্রাসবাদীদের ছত্রভঙ্গ করেছে।

সেনাশাসকদের বিরোধিতা করা তিনটি দল, দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মি, দ্য আরাকান আর্মি ও টাং ন্যাশনাল লিবারেশন আর্মি এক যৌথ বিবৃতিতে আন্দোলনকারীদের হত্যা বন্ধ করতে সামরিক শাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন:

মিয়ানমারে এক দিনে নিহত ১১৪, সেনাবাহিনী ‘গণহত্যা’ চালাচ্ছে: জাতিসংঘ কর্মকর্তা

বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে: মিয়ানমার সেনাদের হুমকি

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত আরও ৯০

মিয়ানমারে গতকাল নিহত ৩৯, দুই জেলায় সামরিক আইন জারি

মিয়ানমারে এক দিনে নিহত ১৩, সেনাশাসনের বিরুদ্ধে ‘বিপ্লবের ডাক’

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় বিশ্ব সম্প্রদায়

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের ৭০ হাসপাতালে কর্মবিরতি

মিয়ানমারে ফেসবুক বন্ধ

মিয়ানমারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, সাংবাদিকদের হুঁশিয়ারি

মিয়ানমারে বিবিসির সংবাদকর্মী আটক

মিয়ানমারে সেনাবিরোধী ব্যতিক্রমী প্রতিবাদ

মিয়ানমারে এবার ইন্টারনেট বন্ধ

অভ্যুত্থানের প্রতিবাদ, সু চির মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ

মিয়ানমারে বিক্ষোভ দমনে জলকামান, গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago