নারায়ণগঞ্জে ৬ হাজার কেজি জাটকাসহ ট্রলার জব্দ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার কেজি জাটকাসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে।
জাটকাগুলো ২৬টি ড্রামের ভেতর লুকিয়ে নৌপথে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশের সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে। তবে, কাউকে আটক করা যায়নি।
আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট থেকে এসব জাটকা জব্দ করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন খান।
তিনি বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সদস্যরা শীতলক্ষ্যায় অভিযানকালে জাটকাভর্তি ট্রলারকে আটকের চেষ্টা করে। গতিরোধ না করলে ধলেশ্বরী-শীতলক্ষ্যার মোহনা থেকে পাঁচ নম্বর ঘাট পর্যন্ত প্রায় আট কিলোমিটার ধাওয়া করার পর ট্রলারটি একটি ঘাটে নোঙর করে অভিযুক্তরা পালিয়ে যায়।’
‘কাউকে আটক করা সম্ভব হয়নি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেসময় ২৬টি ড্রামভর্তি প্রায় ছয় হাজার কেজি জাটকা জব্দ করা হয়।’
‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, চাঁদপুর থেকে এসব জাটকা বিভিন্ন নৌযানের মাধ্যমে নারায়ণগঞ্জ অংশে আনার পর পরিবহণের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল।’
তিনি জানিয়েছেন, আজ সকাল ১১টার দিকে জব্দকৃত জাটকা মাদ্রাসা, এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে।
Comments