হেফাজতের নায়েবে আমির আবদুল আউয়ালের পদত্যাগের ঘোষণা

আবদুল আউয়াল। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল আউয়াল পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি হরতাল ও প্রতিবাদ কর্মসূচি পালনের বিষয়ে মতবিরোধ থেকে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ফজলুল করিম কাশেমী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল করিম কাশেমী বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে তিনি (আউয়াল) হেফাজতে ইসলাম থেকে গতকাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হেফাজতের কর্মসূচি পালনের বিষয়ে স্থানীয় নেতাদের সঙ্গে তার মতপার্থক্য ছিল।’

‘তার অভিযোগ সমাধানের জন্য আগামীকাল তার সঙ্গে আলোচনায় বসব,’ যোগ করেন তিনি।

পদত্যাগের বিষয়ে আবদুল আউয়ালের মন্তব্যের জন্য তার সঙ্গে তাত্ক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধর্মভিত্তিক এই সংগঠনটি গত রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। হরতালে পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নেতা-কর্মী নিহত হন।

এর আগে, স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের প্রতিবাদে গত শুরকবার দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় সহিংস প্রতিবাদ কর্মসূচি পালন করে হেফাজত। জেলাটিতে সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago