চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম। তিনি জানান, রাউজানের গশ্চি নয়াহাট অংশে চট্টগ্রাম অভিমুখী একটি বালিবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশার আরোহী চট্টগ্রামের চান্দগাঁও এলাকার শাহ আলম, রাঙ্গুনিয়ার মরিয়ম নগর এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. ইদ্রিস (৫৫), রাঙামাটির কাপ্তাই এলাকার মৃত আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭) এবং নোয়াখালীর হাতিয়ার মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ নিহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটিও সড়কের ওপর উল্টে পড়ে। এ পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সব ধরনের যান চলাচল। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, ট্রাকচালক উচ্চ শব্দে হিন্দি গান বাজিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এমনকি দুর্ঘটনার পর উল্টে থাকা অবস্থায়ও ট্রাক থেকে গানের শব্দ ভেসে আসছিল বলে তারা জানান।
এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Comments