বার্সায় যোগ দিতে চান আগুয়েরো, কোমান চান দিপাইকে!
চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সের্জিও আগুয়েরো। সম্ভাব্য নতুন ক্লাব হিসেবে বার্সেলোনার নামই শোনা যাচ্ছে জোরেশোরে। আগুয়েরোও কাতালান ক্লাবে যেতে আগ্রহী বলে সংবাদ উঠে আসছে নিয়মিতই। কিন্তু বার্সা কোচ রোনাল্ড কোমান ভাবছেন ভিন্ন কিছু। আগুয়েরোর চেয়ে অলিম্পিক লিঁওর মেমফিস দিপাইকে পছন্দ তার। এমন সংবাদই প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
লুইস সুয়ারেজ বার্সেলোনা ছাড়ায় একজন বিশেষজ্ঞ স্ট্রাইকারের অভাব বোধ করছে ক্লাবটি। চলতি মৌসুমে মার্টিন ব্র্যাথওয়েটকে দিয়েই চালিয়েছে তারা। আগামী মৌসুমে একজন বিশেষজ্ঞ নম্বর নাইনের খোঁজে আছে দলটি। তালিকায় বেশ কয়েকজন বিকল্প রয়েছে তাদের। ম্যানসিটি তারকা আগুয়েরো ছাড়াও লিঁওর দিপাইকে নজরে রেখেছিল দলটি। আছেন হালের অন্যতম সেরা তরুণ আর্লিং হালান্ডও।
কিন্তু বার্সার কোচ হওয়ার পর থেকেই দিপাইর প্রতি আগ্রহ দেখিয়ে যাচ্ছেন কোমান। তার আগ্রহের কারণেই গত শীতের ট্রান্সফারেও চেষ্টা করেছিল তারা। কিন্তু শেষ দিকে সিদ্ধান্ত পরিবর্তন করে ক্লাবটি। দলের ফরোয়ার্ডদের উপরই আস্থা রাখে দলটি। কিন্তু নতুন মৌসুমে একজন বিশেষজ্ঞ স্ট্রাইকার চেয়েছেন কোমান।
বার্সার মূল লক্ষ্য রি এজেন্টদের উপর। আগুয়েরোর মতো মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন দিপাইও। তাই এখন মূল প্রশ্ন হচ্ছে বার্সেলোনা কাকে চায়? আগুয়েরো না দিপাই?
তবে ক্লাবের আভ্যন্তরীণ সূত্রের বরাতে মার্কা জানিয়েছে, বেশ কিছু কর্মকর্তা আগুয়েরোর ব্যাপারেই আগ্রহী। এর মূল কারণ তার বেতন ভাতা তুলনামূলক কম হবে। এছাড়া উঁচু পর্যায়ে খেলেও অভ্যস্ত। এমনকি লা লিগার একজন পরীক্ষিত সৈনিক। তাছাড়া ক্লাব এমন একজনকে চায় যে বার্সার জন্য শতভাগ দিয়ে খেলবেন। এটাও আগুয়েরোকে এগিয়ে রেখেছে। চেলসি, পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবের প্রস্তাব রেখে শুরু থেকেই মনেপ্রাণে বার্সাতেই যোগ দিতে চাইছেন এ আর্জেন্টাইন। আর দলীয় অধিনায়ক লিওনেল মেসির খুব ভালো বন্ধু আগুয়েরো। মেসিকে ক্লাবে ধরে রাখতে তার সাইনিং কার্যকরী হতে পারে।
পাশাপাশি ভিন্ন কিছুও ভাবতে হচ্ছে বার্সেলোনাকে। বড্ড বেশি ইনজুরি প্রবণ আগুয়েরো। হাঁটুর ইনজুরির পর ১৭ ম্যাচ মিস করেছেন তিনি। সে তুলনায় এমন সমস্যা নেই দিপাইয়ের। আগুয়েরোর চেয়ে বছর পাঁচেক বয়সেও ছোট তিনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার দিকে আগ্রহী হয় ক্লাবটি।
Comments