ইলেক্ট্রিক কার: শাওমির ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা
চীনা মোবাইল ফোন নির্মাতা শাওমি আগামী ১০ বছরে ‘স্মার্ট’ ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে।
আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাপল ও স্যামসাংয়ের পর বিশ্বে তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা শাওমি তুমুল প্রতিযোগিতামূলক ইলেকট্রিক গাড়ির বাজারে ঢোকার চেষ্টা করছে।
ইলেকট্রিক গাড়ির বাজারে টেসলার মতো প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাপল ও হুয়াওয়েকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবে শাওমি।
শাওমির প্রধান নির্বাহী লেই জুন এই নতুন বিনিয়োগে নেতৃত্ব দেবেন। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার এক বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের সব সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার জীবনে এটিই হবে শেষ ও বড় প্রকল্প।’
তবে, কোন মডেলের ‘স্মার্ট কার’ নিয়ে শাওমি বাজারে আসবে তা নিয়ে বিস্তারিত কিছু বার্তায় উল্লেখ করা হয়নি।
Comments