হাসান মুরাদের ঘূর্ণিতে বড় লিডের পথে চট্টগ্রাম
বঙ্গবন্ধু জাতীয় লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দারুণ অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগ। ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে বড় লিডের পথে রয়েছে তারা। হাসান মুরাদের ঘূর্ণিতে প্রথম ইনিংসেই ১৩৫ রানের লিড পেয়েছে দলটি। তৃতীয় দিন শেষে ১৭৮ রানে গিয়ে আছে মুমিনুল হকের দল।
বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে ঢাকা মেট্রোকে ২৬৭ রানে অলআউট করে দেয় চট্টগ্রাম। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৪৩ রান তুলে দিন শেষ করেছে চট্টগ্রাম। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪০২ রান তুলে দিন শেষ করেছে তারা।
আগের দিনে ১ উইকেট ৪৩ রান করা ঢাকা মেট্রোর শুরুটা এদিন হয়েছিল দারুণ। শামসুর রহমানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১১৮ রানের দারুণ এক জুটি গড়েন জাহিদুজ্জামান। পরে স্কোরবোর্ডে ২ রান যোগ করতে ২টি উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর দলীয় ১৭৮ রানে সেট ব্যাটসম্যান জাহিদকেও হারিয়ে ফেলে দলটি। ফলে ফলোঅনে পড়ার বড় শঙ্কায় পড়ে তারা।
তবে সে শঙ্কা থেকে দলকে টেনে তুলেছেন শরিফুল্লাহ। শেষ দিকে ঘূর্ণির মায়াজাল বিছিয়েছিলেন হাসান মুরাদ। লেজ ছাঁটাইয়ের কাজটা করেন দারুণ। কিন্তু এক প্রান্ত ধরে রেখে ছোট ছোট জুটিতে এগিয়ে যান শরিফুল্লাহ। তাতে ২৬৭ রান তুলে থামে দলটি। তবে বড় লিডই পেয়ে যায় চট্টগ্রাম।
দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন জাহিদ। ২১২ বলে ৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ১০৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন শামসুর রহমান। ৮টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। আল-আমিনের ব্যাট থেকে আসে ৩৪ রান। সাত নম্বরে নামা শরিফুল্লাহ ৩৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
চট্টগ্রামের পক্ষে ৭২ রানের খরচায় একাই ৫টি উইকেট তুলে নিয়েছেন হাসান মুরাদ। ২টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই আগের দিনের সেঞ্চুরিয়ান পিনাক ঘোষকে হারায় চট্টগ্রাম। তবে সাদিকুর রহমান ও মাহমুদুল হাসান জয়ের অবিচ্ছিন্ন ২৯ রানের জুটিতে এগিয়ে যাচ্ছে দলটি। সাদিকুর ১৯ ও জয় ২০ রানে ব্যাট করছেন।
Comments