চট্টগ্রামে ব্যাংকে ঢুকে বোমার ভয় দেখানো যুবক আটক
চট্টগ্রামে একটি ব্যাংকে ঢুকে বোমার ভয় দেখানো এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর ইপিজেড এলাকায় ট্রাস্ট ব্যাংকের একটি শাখা থেকে তারিকুল ইসলাম (২০) নামের ওই যুবককে আটক করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অলক বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যুবক ইপিজেডের ট্রাস্ট ব্যাংকের শাখায় ঢুকে দাবি করে যে তার কাছে বোমা আছে।
অলক বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তার সঙ্গে নেগোশিয়েট করে এবং তাকে আটক করতে সক্ষম হয়।’
‘তবে তার কাছে কোনও বোমা পাওয়া যায়নি। ব্যাংকের ভেতরে বোমা আছে কিনা, তা দেখতে ব্যাংকে তল্লাশি চালানো হচ্ছে,’ যোগ করেন তিনি।
এর আগে বিকাল ৩টার দিকে ওই যুবক ব্যাংকে ঢুকে। প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর তিনি ব্যাংকের কর্মকর্তাদের বোমার ভয় দেখান। ব্যাংক থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সাড়ে ৫টার দিকে ব্যাংক এলাকা ঘিরে ফেলে।
অলক বিশ্বাস জানান, আটককৃত যুবকের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
Comments