পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন হেফাজতের নায়েবে আমির

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা আবদুল আউয়াল।
আবদুল আউয়াল। ছবি: সংগৃহীত

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা আমির মাওলানা আবদুল আউয়াল।

আজ বুধবার বিকালে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব ও মামুনুল হক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে মামুনুল হক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘মাওলানা আবদুল আউয়াল মনের ক্ষোভ থেকে যে ঘোষণা দিয়েছিলেন, সেটা থেকে তিনি সরে এসেছেন। তিনি আগের মতোই দায়িত্ব পালন করবেন। মান অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবেই কাজ করবেন।’

সারাদেশে হরতালে বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘হেফাজত কখনই বিশৃঙ্খলা পছন্দ করে না। সহিংসতাকে প্রশ্রয় দেয় না। হরতালে হেফাজত ছিল অহিংস। হেফাজত কোনো ধরনের হামলা, মারধর, ভাঙচুর করেনি। এটা বহিরাগত কেউ করেছে। এটা সাবোটাজ হতে পারে। হেফাজতে ইসলাম সাংবাদিকদের মূল্যায়ন করে। সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করে।’

এর আগে, গত ২৯ মার্চ রাতে হেফাজত থেকে পদত্যাগের ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আবদুল আউয়াল।

আরও পড়ুন:

হেফাজতের নায়েবে আমির আবদুল আউয়ালের পদত্যাগের ঘোষণা

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago