১৩৯৩১ বাংলাদেশির দ্বৈত নাগরিকত্ব আছে: ইমিগ্রেশন প্রতিবেদন
দ্বৈত নাগরিকত্ব ও দ্বৈত পাসপোর্টধারী ১৩ হাজার ৯৩১ বাংলাদেশি নাগরিকের নাম-ঠিকানাসহ একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের ইমিগ্রেশন বিভাগ। হাইকোর্টে উপস্থাপনের জন্য আজ বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিবেদনে কর্মকর্তারা ১৩ হাজার ৯৩১ জন বাংলাদেশির দেশের এবং বিদেশের বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন।
তবে, যারা বিদেশে অর্থ পাচার করে বাড়ি কিনেছেন বা নির্মাণ করেছেন তাদের বিষয়ে ওই প্রতিবেদনে উল্লেখ করা আছে কিনা তা তিনি বলতে পারেননি।
সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, 'দ্বৈত নাগরিকত্ব ও দ্বৈত পাসপোর্ট আছে এমন ১৩ হাজার ৯৩১ জন বাংলাদেশি নাগরিকের নাম ও ঠিকানাসহ একটি প্রতিবেদন ইমিগ্রেশন বিভাগ থেকে পেয়েছি। কয়েক হাজার পৃষ্ঠার এই প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না। আমি বৃহস্পতিবার হাইকোর্টে এটা জমা দেব।'
গত বছরের ২১ ডিসেম্বর হাইকোর্ট অর্থ পাচারের মাধ্যমে বিদেশে বাড়ি কিনেছেন বা তৈরি করেছেন এমন দ্বৈত নাগরিকত্ব ও দ্বৈত পাসপোর্টধারী বাংলাদেশিদের নাম ও ঠিকানাসহ একটি তালিকা চেয়েছিলেন।
Comments