১০ ওভারের ম্যাচ, তিন পরিবর্তন নিয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

অকল্যান্ডে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশ।
liton and southee
ছবি: টুইটার

বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য কমে হয়েছে অর্ধেক। ভাগ্য পরীক্ষায় জিতেছেন সফরকারী অধিনায়ক লিটন দাস। কন্ডিশন ও আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে তিনি বেছে নিয়েছেন বোলিং।

বৃহস্পতিবার অকল্যান্ডে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুদল। বৃষ্টির কারণে শুরু হতে দেরি হওয়ায় খেলা নেমেছে ১০ ওভারে। প্রথম ৩ ওভারে থাকছে পাওয়ার প্লে। বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হবে ব্যাট-বলের লড়াই।

বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে তিনটি। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত ও রুবেল হোসেন। চোটে পড়া মাহমুদউল্লাহর বদলে লিটন প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে।

নিউজিল্যান্ডের একাদশেও এসেছে দুই বদল। হামিশ বেনেট ও ইশ সোধি বাদ পড়েছেন টড অ্যাস্টল ও লোকি ফার্গুসনকে জায়গা দিতে গিয়ে।

নিউজিল্যান্ড সফরে গিয়ে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার টি-টোয়েন্টিতেও প্রথম দুই ম্যাচ হেরে তারা খুইয়েছে সিরিজ। শেষ ম্যাচে তাই কিউইদের মাঠে টানা হারের বৃত্ত থেকে বের হওয়ার অভিযান তাদের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টড অ্যাস্টল, লোকি ফার্গুসন।

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago