সাংবাদিক প্রবীর শিকদারের মামলার রায় পিছিয়ে ১১ এপ্রিল
দৈনিক বাংলা ৭১ এর সম্পাদক প্রবীর শিকদারের মামলার রায় পিছিয়ে আগামী ১১ এপ্রিল ঘোষণা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ অ্যাশ শামস জগলুল হোসেন এই তারিখ নির্ধারণ করেন।
মামলার রায় আজ ঘোষণা করার কথা থাকলে তা কী কারণে পিছিয়ে দেওয়া হয়েছে সে সম্পর্কে বিচারক কিছু বলেননি।
২০১৫ সালের ১০ আগস্ট একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফরিদপুর আওয়ামী লীগ নেতা স্বপন কুমার পাল আইসিটি আইনে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে মামলা করলে তাকে সেই বছরের ১৬ আগস্ট গ্রেপ্তার করা হয়। এর পর দিন তাকে ১৭ আগস্ট আদালতে নিয়ে আসা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফেসবুক পোস্টে তৎকালীন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে মামলার এজহারে অভিযোগ করা হয়।
প্রবীর শিকদার ‘আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামে ফেসবুক পোস্টে তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন বলে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ তিনজনের নাম লিখেছিলেন।
বাকিরা হলেন ব্যবসায়ী মুসা বিন শমসের ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ।
সেই বছর ১৯ আগস্ট প্রবীর শিকদার জামিনে মুক্তি পান।
Comments