আফসানা মিমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে

afsana mimi.
আফসানা মিমি। ছবি: স্টার ফাইল ফটো

অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন।

অভিনেত্রীর পারিবারিক ঘনিষ্ঠজন সাংবাদিক নজরুল সৈয়দ দ্য ডেইলি স্টার অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে আজ দুপুরে বলেন, ‘সম্প্রতি, আফসানা মিমির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।’

‘এটি গতমাসের শেষের দিকের ঘটনা,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মিমি এতদিন বাসাতেই আইসোলেশনে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘মিমির কাশি হচ্ছে। এছাড়া তার আর কোনো সমস্যা হচ্ছে না।’

অভিনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না বলেই আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন বলেও জানিয়েছেন নজরুল সৈয়দ।

আফসানা মিমি অভিনয় ও পরিচালনার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। তিন বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Iran announces new wave of attacks on Israel: state TV

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

1h ago