৬ মাস কোনও আদালতে জামিন চাইতে পারবেন না তুফান সরকার: হাইকোর্ট
বগুড়ার বরখাস্তকৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার দুর্নীতির মামলায় আগামী ছয় মাসের মধ্যে দেশের কোনও আদালতে জামিন চাইতে পারবেন না।
তার জামিনের বিষয়ে একটি রুল বিচারাধীন থাকার পরও, তিনি অন্য আদালতে জামিন আবেদন করায় তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে আজ বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তুফান সরকারের বিরুদ্ধে অবৈধভাবে এক কোটি ৫৯ লাখ টাকা আয়ের অভিযোগে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা করে দুদক।
মামলায় জামিন চেয়ে তুফানের আবেদনের শুনানির পর গত বছর ৯ সেপ্টেম্বর বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন কেন মঞ্জুর করা হবে না তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারি করেন।
ওই রুল চলাকালে চলতি বছরের ৯ মার্চ একই বেঞ্চে নতুন করে জামিনের আবেদন জমা দেন।
আজ এই জামিন আবেদনের শুনানিতে হাইকোর্ট বেঞ্চ উভয় জামিন আবেদন খারিজ করে দিয়ে জামিন আবেদন নিয়ে জালিয়াতি করায় তিনি এ মামলায় আগামী ছয় মাসের জন্য কোনও আদালতে জামিন চাইতে পারবেন না বলে নির্দেশ দেন।
আইনজীবী সাজ্জাদ হোসেন জানান, একই মামলায় হাইকোর্টের রুল জারি থাকার পরও নতুন করে জামিন আবেদন করা জালিয়াতি।
তুফান সরকারের আইনজীবী শাহ আলম সরকার দ্য ডেইলি স্টারকে জানান, জামিন মঞ্জুরের বিষয়ে হাইকোর্টের আগের রুল সম্পর্কে তিনি জানতেন না।
তিনি বলেন, 'তুফান সরকার ও তার পরিবারের সদস্যরা এই রুল সম্পর্কে আমাকে জানাননি বা কোনও কাগজ দেননি।'
আরও পড়ুন-
বগুড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি তুফান সরকারের জামিন
Comments