করোনাভাইরাস: স্থগিত জাতীয় লিগ
সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নিয়ে জাতীয় ক্রিকেট লিগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে দেশের করোনাভাইরাস পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায় সেই অবস্থান থেকে সরে এসেছে তারা। বৈশ্বিক মহামারির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে জাতীয় লিগ।
বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। দ্য ডেইলি স্টারের কাছে তিনি বলেছেন, ‘জাতীয় লিগ আপাতত স্থগিত রাখা হয়েছে। একাধিক ভেন্যুতে খেলা চালানো এই সময়ে একটু কঠিন। পরে সময় বুঝে আবার সূচি দেওয়া হবে।’
জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডের খেলা শেষ হয়েছে এদিন। এই দুই রাউন্ডেরই সূচি দিয়েছিল বিসিবি। করোনাভাইরাসের কারণে ভেন্যু কমিয়ে তৃতীয় রাউন্ডের খেলা ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে মহামারির সংক্রমণ ঠেকাতে কক্সবাজারে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে কেবল ঢাকাতে আয়োজন করতে হতো আট দলের চারটি ম্যাচ। কিন্তু তা সম্ভব নয় বলেই স্থগিত করতে হয়েছে জাতীয় লিগ।
দ্বিতীয় রাউন্ডে বরিশাল ও রাজশাহীর ম্যাচের ফল হয়েছিল আগেই। মাত্র চার সেশনের ম্যাচে রাজশাহী গত মঙ্গলবার পেয়েছিল ইনিংস ও ৯ রানের জয়। এদিন বাকি নিষ্পত্তি হয়েছে খুলনা ও রংপুরের লড়াইয়ের। জাতীয় লিগের শিরোপাধারী খুলনাকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর। এছাড়া, ঢাকা মেট্রোপলিস-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের ম্যাচ হয়েছে ড্র।
Comments