সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, মেলা বন্ধের সুপারিশ কারিগরি পরামর্শক কমিটির
সম্প্রতি দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বৃহস্পতিবার পরামর্শক কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
করোনা প্রতিরোধে সরকারের জারি করা ১৮ দফা নির্দেশনাকে স্বাগত জানিয়ে কমিটি এগুলো বাস্তবায়ন বা প্রস্তুতির বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন বলে জানায়।
পরামর্শক কমিটি হাসপাতালগুলোতে যথাসম্ভব কোভিড-১৯ রোগীর শয্যা বাড়ানো ও আইসিইউ বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরের মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়ানোর সুপারিশ করে।
আগামী দিনগুলোতে করোনা পরীক্ষার চাহিদা বাড়তে পারে উল্লেখ করে এর জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।
এছাড়াও, করোনা প্রতিরোধে অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করতে সুপারিশ করেছে পরামর্শক কমিটি।
পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার নির্দেশনা পালনের ব্যবস্থা করাসহ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে দিক নির্দেশনা নেওয়ার কথাও জানিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
Comments