‘যত সিট তত যাত্রী’ পদ্ধতিতে ফিরে আসার দাবি যাত্রী কল্যাণ সমিতির

অফিস খোলা রেখে পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা ছাড়াই অর্ধেক যাত্রী বহন ও ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ‘যত সিট তত যাত্রী’ পদ্ধতিতে ফিরে আসতে হবে।
jatri-kalyan-1.jpg

অফিস খোলা রেখে পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা ছাড়াই অর্ধেক যাত্রী বহন ও ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ‘যত সিট তত যাত্রী’ পদ্ধতিতে ফিরে আসতে হবে।

একইসঙ্গে মোটরসাইকেল রাইড শেয়ারিং বন্ধের সিদ্ধান্ত বাতিল করে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চালক, যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাস্ক পরাসহ মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতি এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছে।

সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বিবৃতিতে বলেন, করোনা সংকটে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর জন্য বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হলেও এখন দেশের অধিকাংশ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সিটি সার্ভিস ও শহরতলীর বাস, হিউম্যান হলার, অটোরিকশায় বর্ধিত ভাড়া নিয়ে সেই পুরনো কায়দায় গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে।

‘এতে কর্মজীবী, শ্রমজীবি ও নিম্ন আয়ের সাধারণ লোকজন, কর্মহীন ও আয় কমে যাওয়া দেশের সাধারণ মানুষের যাতায়াত দুর্বিসহ হয়ে পড়েছে। এছাড়াও সব অফিস খোলা থাকায় অর্ধেক যাত্রী নিয়ে সিটি সার্ভিসের বাসগুলো চলাচলের ফলে রাস্তায় প্রতিটি বাস স্টপেজে শত-শত যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করেও গণপরিবহন পাচ্ছে না। এতে করে নারী, শিশু, অসুস্থ রোগী ও অফিসগামী যাত্রীরা অবর্ননীয় দুর্ভোগে পড়ছে,’ বলেন তিনি।

‘হঠাৎ করে বেড়ে যাওয়া বাড়তি ভাড়া আদায়কে কেন্দ্র করে প্রতিটি রুটে গণপরিবহনে যাত্রী-শ্রমিকদের হাতাহাতি, মারামারি চলছে।’

বিবৃতিতে তিনি দেশে লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা না করা হলে, যত সিট তত যাত্রী পদ্ধতিতে পুরনো ভাড়ায় কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাত্রী পরিবহনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago