বদলে গেল এলবিডব্লিউ রিভিউয়ের নিয়ম
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলি অসন্তোষ প্রকাশ করেছিলেন ‘আম্পায়ার্স কল’ নিয়ে। তাতে দাবি উঠেছিল পরিবর্তনের। তবে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) ‘আম্পায়ার্স কল’ আগের মতোই রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এলবিডব্লিউ রিভিউয়ের নিয়মে অবশ্য কিছুটা বদল আনা হয়েছে।
অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশে আরও কিছু নিয়ম অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
নতুন নিয়ম অনুসারে, এলবিডব্লিউ রিভিউয়ে মাঠের আম্পায়ারের দেওয়া ‘নট আউটের’ সিদ্ধান্ত বদলাতে ‘উইকেট জোনের’ উচ্চতা বাড়ানো হয়েছে। আগে আড়াআড়ি করে বসানো বেলসের নিচের অংশ বিবেচনায় নেওয়া হতো। এখন তা বেলসের ওপরের অংশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
অর্থাৎ এখন থেকে কোনো ডেলিভারি বেলস ছুঁয়ে গেলেই বদলে যাবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। আগে বল কেবল বেলস ছুঁলে ‘আম্পায়ার্স কল’ হতো। তাতে ফিল্ডিংরত দলের রিভিউ টিকে থাকত কিন্তু মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাত না।
আরও দুটি পরিবর্তন এনেছে আইসিসি ক্রিকেট কমিটি। এলবিডব্লিউয়ের রিভিউ নেওয়ার আগে ব্যাটসম্যান শট খেলেছে কিনা তা মাঠের আম্পায়ারকে জিজ্ঞেস করে নেওয়া যাবে। ব্যাটসম্যানরা দৌড়ে ঠিকমতো রান সম্পন্ন করছে কিনা সেটাও পরবর্তী ডেলিভারির আগে যাচাই করে দেখবেন তৃতীয় আম্পায়ার।
উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতিতে গত বছর জুনে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করা, স্থানীয় আম্পায়ার নিয়োগ দেওয়া, টেস্ট ম্যাচে ‘কোভিড-১৯ বদলি’সহ বেশ কিছু নতুন নিয়ম সাময়িকভাবে অনুমোদন করেছিল আইসিসি। সেগুলো চালু থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছে তারা।
Comments