প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা নারীকে যৌন হয়রানির অভিযোগে আটক ১

সিলেটের হোটেল নুরজাহান গ্র্যান্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্যফেরত এক নারীকে যৌন হয়রানির অভিযোগে ওই হোটেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেটের হোটেল নুরজাহান গ্র্যান্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্যফেরত এক নারীকে যৌন হয়রানির অভিযোগে ওই হোটেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে হয়রানির শিকার ওই নারীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে হোটেল কর্মচারীকে আটক করা হয় বলে দ্য ডেইলি স্টারকে আজ শুক্রবার দুপুরে জানিয়েছেন সিলেটের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

তিনি জানান, আটক কর্মচারীর নাম শাহিন আহমেদ। তিনি ওই হোটেলের রুমবয় হিসেবে কর্মরত। ভুক্তভোগী নারী গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালনের জন্য ওই হোটেলে উঠেন।

ভুক্তভোগী নারীর স্বজনদের দাবি, হোটেলের ওই কর্মী বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই নারীর মোবাইল নম্বরে কল দিচ্ছিলেন এবং রাত সোয়া ১১টার দিকে তার রুমে ঢুকে যৌন হয়রানি করেন।

এ বিষয়ে হোটেল নুরজাহান গ্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাসিম আহমেদ ডেইলি স্টারকে বলেন, ‘সিলেটের মধ্যে আমাদের এই হোটেল খুবই স্বনামধন্য। ওই রুমবয় গত পাঁচ বছর ধরে এখানে কাজ করছেন এবং এর আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

‘যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি। এখন পুলিশ তদন্ত করে বাস্তবে কী ঘটেছে তা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেবে’, বলেন তিনি।

কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, ‘এখন পর্যন্ত ওই নারী কোনো মামলা দায়ের করেননি। মামলা দায়ের করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।’

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

10h ago