মৌলভীবাজারে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুলাউড়া-রাজনগর সড়কের মাথিউড়া চা-বাগান এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
accident_15.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুলাউড়া-রাজনগর সড়কের মাথিউড়া চা-বাগান এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- রবীন্দ্র কর্মকারের ছেলে সুজন কর্মকার (২২) ও রঞ্জিত রায়ের ছেলে রাজন রায় (২৩)। তারা উত্তর চা-বাগান এলাকার বাসিন্দা।

আজ শুক্রবার রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজনগর থেকে আসা একটি মোটরসাইকেল মাথিউড়া চা-বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিতালী পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যার। আহত অবস্থায় দুজনকে অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে আরেকজনের মৃত্যু হয়।

এ ঘটনায় মিতালী পরিবহনের চালককে পুলিশ আটক করেছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

10m ago