করোনায় আক্রান্ত স্বাস্থ্য সচিব আবদুল মান্নান
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার সচিবের পিএস মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কয়েকদিন আগে সচিব মহোদয়ের করোনা পজিটিভ আসে। শারীরিক চেক-আপের জন্য শুক্রবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়েছেন।’
রাশেদ হোসেন বলেন, ‘আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ বাসায় ফিরলাম। আমার পরিবারের আরও ২-৩ জন আক্রান্ত হয়েছে।’
উল্লেখ্য, গত ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড ৬ হাজার ৮৩০ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে পৌঁছেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Comments