পিরোজপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক কারাগারে
পিরোজপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে নেছারাবাদ থানা পুলিশ। গতকাল রাতে গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান সিকদার (৪২) নেছারাবাদ উপজেলার আরামকাঠী গ্রামের বাসিন্দা এবং পেশায় কাঠ ব্যবসায়ী।
ফেসবুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সজিব তার বিরুদ্ধে গতকাল নেছারাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
ওসি আবির জানান, গতকাল রাতে মিজানুরকে গ্রেপ্তারের পর আজ তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মিজান যে ফোন দিয়ে ফেসবুক চালাতেন সেটিও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
Comments