লকডাউনে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকবে: রেলমন্ত্রী
দেশে লকডাউন কার্যকর হলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে, লকডাউনে মালবাহী ট্রেন চলবে।
আজ শনিবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রেল সরকার পরিচালিত গণপরিবহন। সুতরাং, আমরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেব।’
‘তবে সন্ধ্যায় লকডাউনের বিষয়ে নির্দেশনা জারি হলে সবকিছু স্পষ্ট করে জানানো হবে,’ যোগ করেন তিনি।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৯ মার্চ জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দিয়ে পরিচালনা করা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। সংক্রমণ বাড়তেই থাকায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা এসেছে।
আরও পড়ুন:
Comments